5 State Assembly Elections Date: ৭ দফায় ভোট উত্তর প্রদেশে, ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা
২০২২-এ ভোট আছে ৫ রাজ্যে, তা গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল। ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনেই ৫ রাজ্যে ভোটে থাকছে বিশেষ নিয়ম। উত্তর প্রদেশে ৭ দফায় নির্বাচণ, মণিপুরে ২ দফায় ভোট।
২০২২-এ ভোট আছে ৫ রাজ্যে, তা গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল। ২০২২-এর শুরুতেই যে নির্বাচন হবে সে ইঙ্গিত দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই মতোই বছরের শুরুতেই ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ। ৮ জানুয়ারি সকালেই সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয় ঘোষণা হতে চলেছে নির্বাচনের দিন। ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনেই ৫ রাজ্যে ভোটে থাকছে বিশেষ নিয়ম। উত্তর প্রদেশে ৭ দফায় নির্বাচণ, মণিপুরে ২ দফায় ভোট। পঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ডে ১ দফায় ভোট। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি। তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি। পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ট দফা ৩ মার্চ, সপ্তম দফা ৭ মার্চ। পঞ্জাব, উত্তরাখন্ড এবং গোয়ায় ১৪ ফেব্রুয়ারি ভোট রয়েছে। মণিপুরে ২৭ এবং ৩ তারিখ ভোট রয়েছে। ৫ রাজ্যে ভোট গণনা হবে ১০ মার্চ।