কোয়েম্বাটুরের জনবসতিতে হাতির পাল, ধরা পড়ল সিসিটিভিতে

আমাদের রাজ্যে ঝাড়গ্রাম ও মেদিনীপুর অঞ্চলে প্রায়শই হাতির হানার খবর পাওয়া যায়। ঠিক একইভাবে দক্ষিণের রাজ্য  তামিলনাড়ুর কোয়েম্বাটুরের জনপদেও ঢুকে পড়ল হাতির পাল। শহুরে এলাকায় রাতের অন্ধকারে ঢুকে পড়ে ৫-৬টি হাতি, তাণ্ডবও চালায় ঐরাবতের দল। সেই ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। হাতির তাণ্ডবের খবর পাওয়া গেছে পেরিয়ানাচাকপুলাম গ্রামেও। 

/ Updated: Nov 14 2019, 03:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমাদের রাজ্যে ঝাড়গ্রাম ও মেদিনীপুর অঞ্চলে প্রায়শই হাতির হানার খবর পাওয়া যায়। ঠিক একইভাবে দক্ষিণের রাজ্য  তামিলনাড়ুর কোয়েম্বাটুরের জনপদেও ঢুকে পড়ল হাতির পাল। শহুরে এলাকায় রাতের অন্ধকারে ঢুকে পড়ে ৫-৬টি হাতি, তাণ্ডবও চালায় ঐরাবতের দল। সেই ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। হাতির তাণ্ডবের খবর পাওয়া গেছে পেরিয়ানাচাকপুলাম গ্রামেও।