আফগানিস্তান ইস্যুতে কি সতর্ক থাকা উচিৎ ভারতের, একান্ত সাক্ষাৎকারে জানালেন জোভিতা টমাস
'তালিবানদের কখনই বিশ্বাস করা যায় না'- দাবি জোভিতা টমাসের। জোভিতা টমাস যিনি আফগান সরকারের পরামর্শদাতা ছিলেন। জোভিতা টমাস একজন ভারতীয়। জোভিতা দীর্ঘদিন আফগান সরকারের সঙ্গে কাজ করেছেন। আফগান সরকারের হয়ে তিনি তালিবানদের ডেরাতেও গিয়েছেন। তালিবানদের সঙ্গে কূটনৈতিক স্তরে কথাও বলেছেন জোভিতা। এশিয়ানেট নিউজ ডিজিটল এডিটর অ্যাবি ঠ্যাকরন -এর সঙ্গে তাঁর সেই অভিজ্ঞতা মেলে ধরেছেন জোভিতা। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। 'আফগানরা ভারত ও ভারতীয়দের ভালোবাসে'- জোভিতা। 'পাকিস্তানিদের পছন্দ করেনা আফগানরা'- জোভিতা। 'তালিবানরা বরাবরই পাকিস্তান এবং চিনের সাহায্য নিয়েছে'- জোভিতা। 'তালিবানরা বলে এক করে আরেক'- জোভিতা। 'কারজাই সরকারকে হাতের পুতুল বানানোর চেষ্টা করেছিল তালিবানরা'- জোভিতা। তালিবানরা কেন ফের আফিগানিস্তানের তক্তে? বললেন জোভিতা।
'তালিবানদের কখনই বিশ্বাস করা যায় না'- দাবি জোভিতা টমাসের। জোভিতা টমাস যিনি আফগান সরকারের পরামর্শদাতা ছিলেন। জোভিতা টমাস একজন ভারতীয়। জোভিতা দীর্ঘদিন আফগান সরকারের সঙ্গে কাজ করেছেন। আফগান সরকারের হয়ে তিনি তালিবানদের ডেরাতেও গিয়েছেন। তালিবানদের সঙ্গে কূটনৈতিক স্তরে কথাও বলেছেন জোভিতা। এশিয়ানেট নিউজ ডিজিটল এডিটর অ্যাবি ঠ্যাকরন -এর সঙ্গে তাঁর সেই অভিজ্ঞতা মেলে ধরেছেন জোভিতা। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। 'আফগানরা ভারত ও ভারতীয়দের ভালোবাসে'- জোভিতা। 'পাকিস্তানিদের পছন্দ করেনা আফগানরা'- জোভিতা। 'তালিবানরা বরাবরই পাকিস্তান এবং চিনের সাহায্য নিয়েছে'- জোভিতা। 'তালিবানরা বলে এক করে আরেক'- জোভিতা। 'কারজাই সরকারকে হাতের পুতুল বানানোর চেষ্টা করেছিল তালিবানরা'- জোভিতা। তালিবানরা কেন ফের আফিগানিস্তানের তক্তে? বললেন জোভিতা।