'অবশেষে রাষ্ট্রীয় সম্মান পেলেন নেতাজি', মুখোমুখি সাক্ষাৎকারে অনুজ ধর

ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শুক্রবার বেলার দিকেই টুইট কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন সেকথা। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে এই বিশেষ পদক্ষেপ। 
 

/ Updated: Jan 22 2022, 01:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শুক্রবার বেলার দিকেই টুইট কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন সেকথা। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে এই বিশেষ পদক্ষেপ। এই পদক্ষেপ নেওয়ায় খুশি অনুজ ধর। ভার্চুয়াল সাক্ষাৎকারে জানালেন, 'অবশেষে রাষ্ট্রীয় সম্মান পেলেন নেতাজি'। দীর্ঘদিন ধরেই তাঁর নেতাজির জন্য লড়াই। অবশেষে সেই লড়াই যেন এবার এক বিশেষ মর্যাদা পেতে চলেছে। প্রধানমন্ত্রীর থেকেই তিনি থেকেই তিনি এই খবর প্রথম জানতে পারেন বলেই জানালেন অনুজ ধর। এই দিনটাকে একটা বিশেষ দিন তাঁর কাছে, জানালেন অনুজ ধর। আমাদের দীর্ঘদিনের লড়াই নেতাজীকে নিয়ে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা বড় পদক্ষেপ আমাদের লড়াইয়ে, বললেন অনুজ ধর। শুধু বড় নয় সব থেকে বড় পদক্ষেপ বলেও ব্যাখ্যা করলেন তিনি। ইন্ডিয়াগেটে নেতাজীর মূর্তি তৈরি মানে দেশের ১ নম্বর নেতাজী, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। 

Read more Articles on