মোদীর মন্ত্রীসভায় রদবদল, কারা পাচ্ছেন মন্ত্রীত্ব কারা বাদ, দেখে নিন

  • মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভায় সম্প্রসারণ
  • মন্ত্রীসভার রদবদলের আগেই ১২ জন মন্ত্রীর ইস্তফা 
  • এছাড়াও পদোন্নতি হয়েছ ৭ জন মন্ত্রীর 
  • মন্ত্রীসভায় থাকছেন বাংলার ৪ প্রতিমন্ত্রী

/ Updated: Jul 07 2021, 08:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভায় সম্প্রসারণ। মন্ত্রীসভার রদবদলের আগেই ১২ জন মন্ত্রীর ইস্তফা। সেই তালিকায় রয়েছে বাবুল সুপ্রিয় থেকে দেবশ্রী রায়। এছাড়াও আছেন সদানন্দ গৌড়া, রবিশঙ্কর প্রসাদ। আছেন থবর চন্দ গহলৌত, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ড. হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকরও দিয়েছেন ইস্তফা। এছাড়াও সন্তোষ কুমার গাঙ্গওয়ার, ধোত্রে সঞ্জয় শামরাও। রয়েছেন রতন লাল কাটারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গীও। এছাড়াও পদোন্নতি হয়েছ ৭ জন মন্ত্রীর। এক গুচ্ছ নতুন মুখ আসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। মন্ত্রীসভায় থাকছেন বাংলার ৪ প্রতিমন্ত্রী। সেই তালিকায় রয়েছে নিশীথ প্রামাণিক থেকে জন বার্লা। মোদীর সরকারের নতুন সদস্য হচ্ছেন শান্তনু ঠাকুরও। মোট ৪৩ জন মন্ত্রী রাষ্ট্রপতির সামনে শপথ নেন।