রাস্তায় ছড়িয়ে আলু থেকে টমেটো, অভিনব প্রতিবাদে মহিশূরের কৃষকরা

একে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তার উপর ক্রমেই বাজারে কমছে সব্জির দাম। দাম পাচ্ছেন না কর্ণাটকের কৃষকরা। এই অবস্থায় প্রতিবাদে ময়দানে নামলেন মহিশূরের কৃষকরা।

/ Updated: Oct 24 2019, 02:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তার উপর ক্রমেই বাজারে কমছে সব্জির দাম। দাম পাচ্ছেন না কর্ণাটকের কৃষকরা। এই অবস্থায় প্রতিবাদে ময়দানে নামলেন মহিশূরের কৃষকরা। মহীশূরের এগ্রিকালচার প্রডাক্ট মার্কেট কমিটির দফতরের সামনে ফেলে রাখলেন সব্জি। কী নেই তাতে। টমেটো, ফুলকপি, আলু সহ হাজির প্রায় সব আনাজ। সব্জিগুলি  রাখার জন্য উপযুক্ত গোডাউন নেই বলেই অভিযোগ করছেন কৃষকরা। ফলে দাম না পাওয়ায় কষ্ট করে উৎপাদন করা ফসল এখন তাদের কাছে আবর্জনার সমান। বিষয়টির সমাধানে এদিন বৈঠকে বসে এপিএমসি কমিটি।