Asianet News BanglaAsianet News Bangla

স্থানীয় খাবারের স্বাদ দিতে ফুড ফেস্টিভ্যাল, ইম্ফল এখন মজে 'নেটিভ ফ্লেভারে'

ঠান্ডা পড়তেই শুরু হয়ে যায় নানা উৎসব। মণিপুরের রাজধানী ইম্ফলেও সেই নিয়মের অন্যথা হয়নি। সেখানে এখন চলছে ৩ দিনের খাদ্যোৎসব, যার নাম 'নেটিভ ফ্লেভার'। 

Dec 23, 2019, 7:19 PM IST

ঠান্ডা পড়তেই শুরু হয়ে যায় নানা উৎসব। মণিপুরের রাজধানী ইম্ফলেও সেই নিয়মের অন্যথা হয়নি। সেখানে এখন চলছে ৩ দিনের খাদ্যোৎসব, যার নাম 'নেটিভ ফ্লেভার'। থাংখুল উপজাতির বিশেষ রান্নাগুলি এই ফুড ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ।  উৎসবে অংশ নেওয়া ১৫টি দোকানে মিলছে  অথেন্টিক থাংখুল খাবারের জিভে জল আনা সম্ভার। মণিপুরে পর্যটন দফতর আয়োজন করেছে এই ফুড ফেস্টিভ্যালের। ইম্ফলের ভোজন রসিক মানুষের এখন মূল মন্তব্য এই  'নেটিভ ফ্লেভার'।