কাশ্মীর জুড়ে তুষারপাত, বিপর্যস্ত শ্রীনগরের জনজীবন, ডিগডোলায় ধস
গত কয়েকদিন ধরেই তুষারপাত শুরু হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। রাজৌরি জেলার পীর পঞ্জল ঢেকে গিয়েছে বরফের চাদরে। ঘর্ণিঝড় মহার প্রভাবেই শীত আসার আগেই এই তুষারপাত বলে জানাচ্ছেন আবহবিদরা। পীর পঞ্জলের মত বরফের আস্তরণে ঢেকেছে থনামান্ডি সহ কাশ্মীরের নানা প্রান্ত। রামবনও রয়েছে সারাদ বরফের চাদরের নীচে ।রাজৌরি ও বুফলিয়াজের মাঝে রাস্তায় জমেছে বরফের পুরু আস্তরণ। সেই কারণে মুঘল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মরসুমের প্রথম তুষারপাতের ফলে বিপর্যন্ত শ্রীনগরের জনজীবনও। তাপমাত্রার পারদ ক্রমেই নামছে। এই অবস্থায় দ্রুত রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল চালু করার চেষ্টা চলছে। এদিকে ডিগডোলা এলাকায় মাটি ধসের ফলে ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছএ বিশাল গাড়ির সারি।
গত কয়েকদিন ধরেই তুষারপাত শুরু হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। রাজৌরি জেলার পীর পঞ্জল ঢেকে গিয়েছে বরফের চাদরে। ঘর্ণিঝড় মহার প্রভাবেই শীত আসার আগেই এই তুষারপাত বলে জানাচ্ছেন আবহবিদরা। পীর পঞ্জলের মত বরফের আস্তরণে ঢেকেছে থনামান্ডি সহ কাশ্মীরের নানা প্রান্ত। রামবনও রয়েছে সারাদ বরফের চাদরের নীচে ।রাজৌরি ও বুফলিয়াজের মাঝে রাস্তায় জমেছে বরফের পুরু আস্তরণ। সেই কারণে মুঘল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মরসুমের প্রথম তুষারপাতের ফলে বিপর্যন্ত শ্রীনগরের জনজীবনও। তাপমাত্রার পারদ ক্রমেই নামছে। এই অবস্থায় দ্রুত রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল চালু করার চেষ্টা চলছে। এদিকে ডিগডোলা এলাকায় মাটি ধসের ফলে ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছএ বিশাল গাড়ির সারি।