ফারাক্কা ব্রিজের উদ্বোধন থেকে শকুন্তলা দেবীর মৃত্যু দিন, নজরে ২১ এপ্রিলের কিছু বিশেষ ঘটনা

  • ১৫২৬ আজকের দিনেই পানি পথের প্রথম যুদ্ধ হয়
  • ১৯৭৫ সালের ২১ এপ্রিল ভারতে ফারাক্কা ব্রিজের উদ্বোধন হয়
  • ২০১৩ সালের ২১ এপ্রিল প্রয়াত হন শকুন্তলা দেবী, মানব কম্পিউটার হিসেবে বিখ্যাত ছিলেন তিনি
  • ২০১৫ সালের ২১ এপ্রিল জানকীবল্লভ পট্টনায়ক প্রয়াত হন, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি
/ Updated: Apr 21 2021, 10:13 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। ১৫২৬ সালের ২১ এপ্রিল দিনটিতেই পানি পথের প্রথম যুদ্ধ হয়। ১৯৭৫ সালের ২১ এপ্রিল ভারতে ফারাক্কা ব্রিজের উদ্বোধন হয়। এছাড়াও রয়েছে আরাও বেশ কিছু ঘটনা তার মধ্যে, ২০১৩ সালের ২১ এপ্রিল প্রয়াত হন শকুন্তলা দেবী। মানব কম্পিউটার হিসেবে বিখ্যাত ছিলেন তিনি মুখে মুখে সমাধান করতেন সব কঠিন অঙ্ক। ২০১৫ সালের ২১ এপ্রিল জানকীবল্লভ পট্টনায়ক প্রয়াত হন। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।