জিনপিং-কে স্বাগত জানাতে বিশেষ তোরণ, আপনিও দেখে নিন এর বৈশিষ্ট্য
২দিনের সফরে ভারতে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিহাসের শহর মামাল্লাপুরেম মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তিনি। চিনা প্রেসিডন্টেকে স্বাগত জানাতে এক বিশেষ উদ্যোগ নিল উদ্যানপালন মন্ত্রক। মামাল্লাপুরমের পঞ্চরথের সামনে ১৮ ধরণের ফল ও সব্জি দিয়ে তৈরি করা হল এক বিশাল তোরণ। তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে এই ফল ও আনাজপাতি সংগ্রহ করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ২০০ জন কর্মী এই অভিনব তোরণটি বানিয়েছেন।
২দিনের সফরে ভারতে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিহাসের শহর মামাল্লাপুরেম মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তিনি। চিনা প্রেসিডন্টেকে স্বাগত জানাতে এক বিশেষ উদ্যোগ নিল উদ্যানপালন মন্ত্রক। মামাল্লাপুরমের পঞ্চরথের সামনে ১৮ ধরণের ফল ও সব্জি দিয়ে তৈরি করা হল এক বিশাল তোরণ। তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে এই ফল ও আনাজপাতি সংগ্রহ করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ২০০ জন কর্মী এই অভিনব তোরণটি বানিয়েছেন।