Job Vacancy: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ত্রিপুরায় বিপুল কর্ম সংস্থানের সুযোগ
মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের রেগুলার বৈঠক। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়। ত্রিপুরায় বিপুল কর্ম সংস্থানের সুযোগ, জানান সুশান্ত চৌধুরী। সিনিয়র ড্রাফটসম্যান পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক দফতরেও বিপুল নিয়োগ হবে।
মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের রেগুলার বৈঠক। এই বৈঠকের বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাগিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে বেশকিছু নতুন পদ এবং তাতে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবারই মহাকরণে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পিডাব্লুডি দফতরে কাজের গতি আনার জন্যে সিনিয়র ড্রাফটসম্যান এর ১৮ টি পোস্ট তৈরি ও তাতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। সেই সঙ্গেই অগ্নিনির্বাপক দফতরেও বিপুল নিয়োগ হবে বলে জানান তিনি। ২৩৫ টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে পদ পূরণের বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও এদিন জানান সুশান্ত চৌধুরী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের আইসিডিএস প্রকল্পে সিডিপিও পোস্টের জন্য ২২ টি শূন্য পদ পূরণ করা হবে টিপিএসসি-র মধ্যে দিয়ে।