'বাংলায় চলছে দুষ্কৃতিবাজ সরকার', পশ্চিমবঙ্গ সরকারকে বিঁধলেন হান্নান মোল্লা
কেরলের কান্নুরে শুরু সিপিএম-এর ২৩ তম পার্টি কংগ্রেস। প্রতিটি প্রদেশ থেকে সাংগঠনিক রিপোর্ট পেশ। বাংলায় তরুণ প্রজন্মকে সংগঠনে আনতে ব্যর্থ সিপিএম। এমনই রিপোর্ট পেশ করা হয়েছে পার্টি কংগ্রেসে।
কেরলের কান্নুরে শুরু সিপিএম-এর ২৩ তম পার্টি কংগ্রেস। প্রতিটি প্রদেশ থেকে সাংগঠনিক রিপোর্ট পেশ। বাংলায় তরুণ প্রজন্মকে সংগঠনে আনতে ব্যর্থ সিপিএম। এমনই রিপোর্ট পেশ করা হয়েছে পার্টি কংগ্রেসে। বাংলায় সিপিএম-এর সদস্য সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৮২৭। সবচেয়ে বেশি সদস্য কেরলে, ৯ লক্ষ ৮৫ হাজার ৭৫৭ জন। সাংগঠনিক রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে সিপিএমের সদস্য-সংখ্যা এখন ৯ লক্ষ ৮৫ হাজার ৭৫৭। তার মধ্যে কেরলেই ৫ লক্ষ ২৭ হাজার ১৭৪। তরুণ প্রজন্মকে দলের সদস্য হিসেবে টেনে আনায় যে ব্যর্থতা ঘিরে সিপিএম উদ্বিগ্ন, সেই ক্ষেত্রেও কেরলের ছবি তুলনায় ভালো। দক্ষিণী এই রাজ্যে গত বারের সম্মেলনের পরে ৩১ বছর বয়স পর্যন্ত সদস্য অন্তর্ভুক্তি বেড়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের বক্তব্য, ‘‘কেরলে ক্ষমতায় থাকার কিছু সুবিধা অবশ্যই আছে। কিন্তু গোটা দেশে বিজেপির অগ্রগতির মধ্যে কেরলে বিধানসভা ভোটে গেরুয়া শিবির একটাও আসন পায়নি। কেরলের মানুষের পাশাপাশি এই কৃতিত্ব অনেকটা পার্টিরও প্রাপ্য।’’