'হিজাব কোনও ধর্মীয় পোশাক নয়', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরিফ মহম্মদ খান

সরকারগুলি নিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গকারী লোকদের সামনে মাথা নত করত, কিন্তু বর্তমান সরকার মাথা নত করছে না, তাই দেশের এই রক্ষণশীল ইস্যুগুলো সামনে চলে আসছে। এমনই বললেন আরিফ মহম্মদ খান (ArifMohammadKhan)। কেরলের রাজ্যপাল-এর মতে পরিবর্তন প্রয়োজন (Kerala Governor)। অতীতে, মেয়েদের এবং মহিলাদের মাটির নীচে চাপা দেওয়া হত। এখন তাদের চাপা দেওয়া হয় পর্দা এবং তিন তালাকের মতো নিয়মের নীচে।

/ Updated: Feb 15 2022, 12:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ধর্মকে বিভক্ত করা উচিত নয় বরং মানুষকে একত্রিত করে এমন ধর্ম মেনে চলা উচিত। যদি কোনও ধর্মের ড্রেসকোড শান্তি বা আইন ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের রয়েছে। এমনই মত কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। কর্ণাটকের হিজাব বিতর্কের বিষয়ে আরিফ মহম্মদ খানের (Kerala Governor Arif Mohammad Khan) দাবি হিজাব প্রথা (Hijab Controversy) দেশের মুসলিম সম্প্রদায়ের মহিলাদের (Muslim Woman) পিছিয়ে দিচ্ছে। কোনও মুসলিম মহিলার সৌন্দর্য (Beauty of Muslim women) ঢেকে রাখার জন্য নয়, তা ভগবানের দান, উপহার। কর্নাটকে হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি। হিজাবকে কেন্দ্র করে বারংবার অশান্তির ছবি উঠে আসছে সামনে। হিজাব প্রসঙ্গ নিয়ে এশিয়ানেটের মুখোমুখি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। ভারতে মহিলারা অনেক উন্নতি করেছেন তাঁদের পিছিয়ে রাখতেই এই হিজাব। এটি মুসলিম মহিলাদের পোশাক রীতির অংশ নয়। পড়াশোনার দিকে মেয়েদের আরও এগিয়ে যেতে হবে, এশিয়ানেটের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আরিফ মহম্মদ খান। মেয়েরা বর্তমান সমাজে উন্নতির শিখড়ে পৌঁছে গিয়েছে। তারা এখন যুদ্ধ বিমান পর্যন্ত চালাচ্ছে। এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই মেয়েরা। তেমনই মুসলিম মেয়েরাও এখন অনেক এগিয়ে গিয়েছে। এই মিসলিম মেয়েদের পিছিয়ে রাখতেই এমনটা করা হচ্ছে বলেও জানান তিনি। হিজাব নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। মেয়েদের শিক্ষার ওপরে প্রভাব ফেলতেই এমনটা পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি রাজ্যপাল আরিফ মহম্মদ খান-এর।