'কোরান নিয়ে বিভ্রান্ত তৈরি করার খেলা বহুদিন ধরেই চলছে', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরিফ মহম্মদ খান

এখন আলোচনার কেন্দ্রে কেরলের (Kerala) বিতর্কিত রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। একসময় মুসলিম পার্সোনাল ল (Muslim Personal Law) বিলের প্রতিবাদ করে জাতীয় কংগ্রেস (Congress) ছেড়েছিলেন তিনি। তারপর বিজেপিতে (BJP) ছিলেন। সাম্প্রতিক সময়ে হিজাব বিতর্ক (Hijab Controversy) থেকে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Law) লাগুর মতো বিষয় নিয়ে মুখ খুলে, রাজনৈতিক মহলের চর্চায় আছেন এই নেতা। 

/ Updated: Feb 14 2022, 11:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোরান নিয়ে বিভ্রান্ত তৈরির করার অভিযোগ আনলেন কেরলের রাজ্যপাল আরিফ মহমম্দ খান। এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে কেউ তাঁকে কোরানের উদ্ধৃতাংশ শোনাক। কোরান না দেখে এটা করতে হবে। তাঁর অভিযোগ, আসলে সকলেই যখন কিছু কোট করতে হয় বলে দেয় যে কোরানে এমন বলা হয়েছে। এরপর আর কেউ যাচাই করে দেখে না কোরানের আদৌ সে কথা বলা হয়েছে কি না অথবা কোরানের কোথায় বলা হয়েছে সেই বিষয়ে কেউ চক্ষুপাত করে না। আর এরই সুযোগ নিয়ে একদল মানুষ কোরান নিয়ে অযথা বিভ্রান্তি বাড়িয়ে যায় এবং নিজেদের ফায়দা তোলে। আরিফ মহম্মদ খানের মতে তিনি ১৯৮৬ সাল থেকে কোরান নিয়ে এমন বিভ্রান্তিকর কথাবার্তার বিরোধিতা করে আসছেন। এমনকী শাহবানো মামলাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোরান নিয়ে কীভাবে তথ্যকে বিকৃত করা হয়। তাই আরিফ মনে করছেন কোরান নিয়ে সঠিক ধারনা জনমানসে গড়ে ওঠা দরকার। এর জন্য প্রয়োজনে তিনি কোরানের শিক্ষকতা দিতেও রাজি রয়েছেন।