নজরে ১২ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ১২ জুন দিনটি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
  • ১৮৬০ সালের আজকের দিনে আশুতোষ চৌধুরী -র জন্ম হয়
  • ১৯৮৬ সালে আজকের দিনেই মৃত্যু হয় অমিয় চক্রবর্তী -র
  • ১২ জুন (১৯০৪) মৃত্যু হয় যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ -এর
     
/ Updated: Jun 12 2021, 09:25 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব।১২ জুন দিনটি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ২০০২ সাল থেকে দিনটি বিশেষ ভাবে পালন করা শুরু হয়। ১৮৬০ সালের আজকের দিনে আশুতোষ চৌধুরী -র জন্ম হয়। বাংলার যশস্বী আইনজীবী ছিলেন তিনি। ১৯৮৬ সালে আজকের দিনেই মৃত্যু হয় অমিয় চক্রবর্তী -র। ভারতীয় বাঙালি কবি এবং গীতিকার ছিলেন তিনি। ১২ জুন (১৯০৪) মৃত্যু হয় যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ -এর। ভারতের বাঙালি সংস্কৃত পণ্ডিত ও সাংবাদিক ছিলেন তিনি।