Asianet News Bangla

নজরে ১৬ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

Jun 16, 2021, 9:21 AM IST

 প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৬ জুন (১৮১৯) পশ্চিম ভারতের কচ্ছ জনপদে ভূমিকম্প শুরু হয়। সপ্তাহব্যাপী চলে সেই ভূমিকম্প। ১৯২০ সালে আজকের দিনেই জন্ম হয় হেমন্ত মুখোপাধ্যায়ের। বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ১৬ জুন (১৯২৫) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ -এর মৃত্য়ু হয়। বাঙালি আইনজীবি, স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। ১৬ জুন (১৯৪৪) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় -এর মৃত্যু হয়। একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী ছিলেন তিনি।