নজরে ১৮ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৮ জুন (১৯৪৪) আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতা সংগ্রাম শুরু করে
- ১৮৭৫ সালে আজকের দিনেই জন্ম হয় সুনয়নী দেবী -র
- ১৯১৮ সালে আজকের দিনে জন্ম হয় অরবিন্দ মুখোপাধ্যায়ের
- ১৮ জুন (২০০৫) সৈয়দ মুস্তক আলির মৃত্যু হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮ জুন (১৯৪৪) আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতা সংগ্রাম শুরু করে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গড়ে ওঠে এই বাহিনী। ১৮৭৫ সালে আজকের দিনেই জন্ম হয় সুনয়নী দেবী -র। খ্যাতনামা ভারতীয় চিত্রশিল্পী ছিলেন তিনি। ১৯১৮ সালে আজকের দিনে জন্ম হয় অরবিন্দ মুখোপাধ্যায়ের। ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন তিনি। ১৮ জুন (২০০৫) সৈয়দ মুস্তক আলির মৃত্যু হয়। ভারতের বিশিষ্ট ক্রিকেটার ছিলেন তিনি।