নজরে ১৯ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৯০১ সালে আজকের দিনে রাজচন্দ্র বসু জন্মগ্রহণ করেন
- ১৯০৭ সালে আজকের দিনে মৃত্যু হয় উমেশচন্দ্র দত্ত -র
- ১৯ জুন (১৯১৯) অক্ষয় কুমার বড়ালের মৃত্যু হয়
- ১৯ জুন দিনটি সিকেল সেল দিবস হিসাবে পালিত হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯০১ সালে আজকের দিনে রাজচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ছিলেন। ১৯০৭ সালে আজকের দিনে মৃত্যু হয় উমেশচন্দ্র দত্ত -র। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ছিলেন তিনি। ১৯ জুন (১৯১৯) অক্ষয় কুমার বড়ালের মৃত্যু হয়। ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি। ১৯ জুন দিনটি সিকেল সেল দিবস হিসাবে পালিত হয়। সিকেল সেল আসলে সিকেল সেল অ্যানিমিয়া নামে জনপ্রিয়।