নজরে ১ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৮৬২ সালে আজকের দিনে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়
- ১ জুলাই (১৮৮২) বিধানচন্দ্র রায় -এর জন্ম হয়
- ১ জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়
- ১৯৩৮ সালে আজকের দিনে হরিপ্রসাদ চৌরাসিয়া -র জন্ম হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৬২ সালে আজকের দিনে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। ভারতের প্রাচীনতম হাইকোর্ট এটি। ১ জুলাই (১৮৮২) বিধানচন্দ্র রায় -এর জন্ম হয়। চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১ জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। ভারতে এই দিনটি চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। ১৯৩৮ সালে আজকের দিনে হরিপ্রসাদ চৌরাসিয়া -র জন্ম হয়। বিখ্যাত ভারতীয় বাঁশি বাদক তিনি।