নজরে ২০ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ২০ জুন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয়
  • ১৯০৯ সালে আজকের দিনেই জন্ম হয় পূর্ণেন্দু দস্তিদারের
  • ২০০০ সালে আজকের দিনেই মৃত্যু হয় বসন্ত চৌধুরীর
  • ২০ জুন(২০০০) চঞ্চল কুমার মজুমদারের মৃত্যু হয়
     
/ Updated: Jun 20 2021, 09:23 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২০ জুন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয়। ২০০১ সালে থেকে দিনটি বিশেষভাবে পালন শুরু হয়। ১৯০৯ সালে আজকের দিনেই জন্ম হয় পূর্ণেন্দু দস্তিদারের। লেখক ও রাজনীতিবিদ হিসাবে পরিচিত তিনি। ২০০০ সালে আজকের দিনেই মৃত্যু হয় বসন্ত চৌধুরীর। বাঙালি যুক্তিবাদী সুপণ্ডিত চলচ্চিত্র অভিনেতা তিনি। ২০ জুন(২০০০) চঞ্চল কুমার মজুমদারের মৃত্যু হয়। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত ভারতীয় পদার্থবিজ্ঞানী।