নজরে ২২ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮১৪ সালে আজকের দিনে প্যারীচাঁদ মিত্র -র জন্ম হয়। ‘টেকচাঁদ ঠাকুর’ তাঁরই ছদ্মনাম ছিল। ২২ জুলাই (১৮৪৭) জন্ম হয় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় -এর। বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ছিলেন তিনি। ১৯১৮ সালে আজকের দিনে ইন্দ্রলাল রায় -এর মৃত্যু হয়। ভারতের প্রথম বিমান চালক তিনি। ১৯৪৮ সালে আজকের দিনে মৃত্যু হয় হেমেন্দ্রনাথ মজুমদার -এর। বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন তিনি।

/ Updated: Jul 22 2021, 09:12 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮১৪ সালে আজকের দিনে প্যারীচাঁদ মিত্র -র জন্ম হয়। ‘টেকচাঁদ ঠাকুর’ তাঁরই ছদ্মনাম ছিল। ২২ জুলাই (১৮৪৭) জন্ম হয় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় -এর। বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ছিলেন তিনি। ১৯১৮ সালে আজকের দিনে ইন্দ্রলাল রায় -এর মৃত্যু হয়। ভারতের প্রথম বিমান চালক তিনি। ১৯৪৮ সালে আজকের দিনে মৃত্যু হয় হেমেন্দ্রনাথ মজুমদার -এর। বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন তিনি।