Asianet News Bangla

নজরে ২২ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

Jun 22, 2021, 9:17 AM IST

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯৪০ সালে আজকের দিনে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়। সুভাষচন্দ্র বসু গঠন করেন ফরওয়ার্ড ব্লক। ২২ জুন (১৯৩২) অমরিশ পুরি -র জন্ম হয়। ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী ছিলেন তিনি। ২২ জুন (২০২০) অমলেন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি। ২২ জুন (১৯৫৯) তুলসী লাহিড়ী -র মৃত্যু হয়। নাট্যকার, অভিনেতা, সুরকার, হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। 

Video Top Stories