Asianet News Bangla

নজরে ২৫ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

Jun 25, 2021, 9:29 AM IST

 প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯৩১ সালে আজকের দিনে জন্ম হয় বিশ্বনাথ প্রতাপ সিং -এর। ভারতের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২৫ জুন (১৯৩৪) দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। বিশিষ্ট সংবাদ পাঠক এবং বাচিকশিল্পী ছিলেন তিনি। ১৯২২ সালে আজকের দিনে সত্যেন্দ্রনাথ দত্ত -র মৃত্যু হয়। বাঙালি কবি ছিলেন তিনি। ২৫ জুন (২০০৬) বাসন্তী দুলাল নাগচৌধুরী মৃত্যু হয়। ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি।