নজরে ৩০ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৩০ জুন দিনটি হুল দিবস হিসাবে পালিত হয়
  • ১৯৩৭ সালে আজকের দিনে প্রথম টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লণ্ডনে
  • ৩০ জুন (১৯৫৯) শিশিরকুমার ভাদুড়ী -র মৃত্যু হয়
  • ১৯১৭ সালে আজকের দিনে দাদাভাই নওরোজি -র মৃত্যু হয়
/ Updated: Jun 30 2021, 09:30 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৩০ জুন দিনটি হুল দিবস হিসাবে পালিত হয়। এই দিনটিকে সাঁওতাল বিদ্রোহ দিবসও বলাহয়। ১৯৩৭ সালে আজকের দিনে প্রথম টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লণ্ডনে। এটি একটি জরুরি পরিষেবার নম্বর। ৩০ জুন (১৯৫৯) শিশিরকুমার ভাদুড়ী -র মৃত্যু হয়। খ্যাতনামা বাঙালি অভিনেতা ছিলেন তিনি। ১৯১৭ সালে আজকের দিনে দাদাভাই নওরোজি -র মৃত্যু হয়। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন তিনি।