নজরে ৬ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৮৬৬ সালের আজকের দিনে নগেন্দ্রনাথ বসু -র জন্ম হয়
- ৬ জুলাই (১৯০১) ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়
- ২০০২ সালের আজকের দিনে ধীরুভাই অম্বানীর মৃত্যু হয়
- ৬ জুলাই (১৯৮৬) জগজীবন রাম -এর মৃত্যু হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৬৬ সালের আজকের দিনে নগেন্দ্রনাথ বসু -র জন্ম হয়। বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সম্পাদক ছিলেন তিনি। ৬ জুলাই (১৯০১) ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়। বিজেপি -র প্রতিষ্ঠা তিনি। ২০০২ সালের আজকের দিনে ধীরুভাই অম্বানীর মৃত্যু হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ -এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ৬ জুলাই (১৯৮৬) জগজীবন রাম -এর মৃত্যু হয়। ভারতের চতুর্থ উপ-প্রধানমন্ত্রী ছিলেন তিনি।