নজরে ৭ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ১৫৫০ আজকের দিনে প্রথম চকোলেট বাজারে আসে
  • ৭ জুলাই (১৯০৫) প্রবোধকুমার সান্যাল -এর জন্ম হয়
  • ৭ জুলাই (১৯৮১) মহেন্দ্র সিং ধোনি -র জন্ম হয়
  • ১৯৩১ সালে আজকের দিনে দীনেশ গুপ্ত -র মৃত্যু হয়
     
/ Updated: Jul 07 2021, 09:22 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৫৫০ আজকের দিনে প্রথম চকোলেট বাজারে আসে। এখন যা ছোট থেকে বড় সকলের প্রিয় খাবার। ৭ জুলাই (১৯০৫) প্রবোধকুমার সান্যাল -এর জন্ম হয়। প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও পরিব্রাজক ছিলেন তিনি। ৭ জুলাই (১৯৮১) মহেন্দ্র সিং ধোনি -র জন্ম হয়। ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক। ১৯৩১ সালে আজকের দিনে দীনেশ গুপ্ত -র মৃত্যু হয়। একজন বাঙালি বিপ্লবী ছিলেন তিনি।