নজরে ৯ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৯২৫ সালে আজকের দিনে গুরু দত্ত -র জন্ম হয়
- ৯ জুলাই (১৯৩৮) সঞ্জীব কুমারের জন্ম হয়
- ১৯৯৯ সালে আজকের দিনে অশোক মিত্র -র মৃত্যু হয়
- ৯ জুলাই (২০২০) রঞ্জন ঘোষালের মৃত্যু হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯২৫ সালে আজকের দিনে গুরু দত্ত -র জন্ম হয়। চলচ্চিত্র পরিচালক, এবং অভিনেতা হিসাবে জনপ্রিয় তিনি। ৯ জুলাই (১৯৩৮) সঞ্জীব কুমারের জন্ম হয়। একজন ভারতীয় অভিনেতা হিসাবে জনপ্রিয় তিনি। ১৯৯৯ সালে আজকের দিনে অশোক মিত্র -র মৃত্যু হয়। গবেষক এবং প্রাবন্ধিক ছিলেন তিনি। ৯ জুলাই (২০২০) রঞ্জন ঘোষালের মৃত্যু হয়। ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী এবং নাট্যব্যক্তিত্ব ছিলেন তিনি।