নজরে ৯ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ১৯৩১ সালে আজকের দিনে প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়
  • ৯ জুন (১৯৩১) নন্দিনী শতপতি জন্মহয়
  • ২০১৫ সালে আজকের দিনে মৃত্যু হয় হেমন্ত কানিদকর -এর
  • ৯ জুন আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসাবে পালিত হয়
     

/ Updated: Jun 09 2021, 09:26 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব।১৯৩১ সালে আজকের দিনে প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়। একটি অত্যন্ত জনপ্রিয় কার্টুন এটি। ৯ জুন (১৯৩১) নন্দিনী শতপতি জন্মহয়। একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন তিনি। ২০১৫ সালে আজকের দিনে মৃত্যু হয় হেমন্ত কানিদকর -এর। ভারতীয় ক্রিকেটার হিসাবে জনপ্রিয় তিনি। ৯ জুন আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসাবে পালিত হয়। ২০০৮ সাল থেকে দিনটি বিশেষ ভাবে পালিত হচ্ছে।