গত দশদিন ঘুমাননি, এনকাউন্টারের পর কী বলল দিশা-র পরিবার, দেখুন

ঘটনার পর থেকে ঘুম উড়ে গিয়েছিল নির্যাতিতার পরিবারের। শুক্রবার হায়দরাবাদ কাণ্ডের চার অভিযুক্ত এনকাউন্টারে মারা গিয়েছে। এই ঘটনায় খুশি নির্যাতিতার পরিবার। দিশার আত্মা শান্তি পাবে বলছেন তাঁর বাবা।

/ Updated: Dec 06 2019, 02:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হায়দরাবাদের ২৬ বছরের পশু চিকিৎসক দিশা-কে গণধর্ষণ করে হত্যা করার পর দশদিন কেটে গিয়েছে। এই ক'দিন দুচোখের পাতা এক করতে পারেননি দিশার বাবা-মা-বোন। শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের। তারপর সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন দিশার বাবা ও বোন। আদালতে বিচারের দীর্ঘসূত্রিতা এড়িয়ে এই ভাবে দ্রুত এনকাউন্টারের মারফতই তাঁদের বাড়ির মেয়ে ন্যায় বিচারর পেল বলেই মনে করছে তাঁরা। সরকার, পুলিশ থেকে জনসাধারণ যাঁরা তাঁদের পাশে ছিলেন তাঁদের ধম্যবাদ জানিয়েছেন দিশার বাবা ও বোন। মা অবশ্য কোনও কথাই বলতে পারেননি। তাঁর দুই চোখ দিয়ে সমানে জল পড়ে গিয়েছে।