বৃষ্টিতে ভয়াবহ অবস্থা বেঙ্গালুরুতে, জেসিবির হাঙ্গারে করে জল পার করছে মানুষ
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, এক মানুষ জলের তলায় একন বেঙ্গালুরু, আর বিপর্যস্ত অবস্থায় জেসিবির হাঙ্গারে করে জল পার করছে মানুষ
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু | পরিস্থিতি ভয়াবহ আকার নেয় বেঙ্গালুরুতে | অফিস- স্কুলে যাতায়াতের জন্য রাস্তায় নৌকো বা ট্রাক্টর নামাতে হয় | বড় রাস্তায় জল জমে থাকায় কার্যত বন্ধ যান চলাচল | বিপর্যস্ত অবস্থায় জেসিবির হাঙ্গারে করে জল পার করছে মানুষ | গাড়ি গুলো ডুবে গেছে জলের তলায়