উদ্বোধন হল ৮৫৬ কোটি টাকার 'মহাকাল লোক', উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার  উন্মোচন করলেন  ৮৫৬ কোটি টাকার মহাকালেশ্বর  মন্দিরের করিডোর 'মহাকাল লোক'। শিবের ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ নিয়ে এই মন্দির এখন সেজে উঠেছে নব সাজে

/ Updated: Oct 11 2022, 11:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ৮৫৬ কোটি টাকার মহাকালেশ্বর মন্দির করিডরের উদ্বোধন করলেন | তাঁর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | মন্দিরের নতুন  করিডরটির  নামকরণ করা হয়েছে 'মহাকাল লোক' | পরিদর্শনের আগে  উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো করেন প্রধানমন্ত্রী | মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে বিখ্যাত |