মুহূর্মুহু উড়ে গেল রকেট, গানার্স ডে উদযাপনে মাতল সেনার আর্টিলারি ইউনিট

  • প্রতি বছর ২৮ সেপ্টেম্বর দিনটি গানার্স ডে হিসাবে উদযাপিত হয় 
  • যার বাংলা করলে দাড়ায় গোলন্দাজ দিবস
  • ১৮২৭ সালে এই দিনটিতেই ভারতের প্রথম আর্টিলারি ইউনিট গঠিত হয়
  • তার পর থেকে এই দিনেটিতেই গোলন্দাজ দিবস উদযাপন হয়
/ Updated: Sep 28 2020, 05:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৮২৭ সালের ২৮ সেপ্টেম্বর ২.৫ ইঞ্চি ব্যারেলের বন্দুকে সজ্জিত পাঁচটি মাউন্টেন ব্যাটারি (বোম্বাই) গঠিত হয়েছিল। প্রতি বছর ২৮ সেপ্টেম্বর দিনটি গানার্স ডে হিসাবে উদযাপিত হয়। যার বাংলা করলে দাড়ায় গোলন্দাজ দিবস। ১৮২৭ সালে এই দিনটিতেই ভারতের প্রথম আর্টিলারি ইউনিট গঠিত হয়। ওই দিন আর্টিলারি ইউনিটের পাঁচটি মাউন্টেন ব্যাটারি গঠিত হয়েছিল। তার পর থেকে এই দিনেটিতেই গোলন্দাজ দিবস উদযাপন হয়। দেবলালীর স্কুল অফ আর্টিলারি ট্রেনিং ফেসিলিটিতে পালিত হয় গানার্স ডে। নিক্ষেপ করা হয় গ্র্যাড বিএম মাল্টি ব্যারেল রকেট। এই দিনটি বার্ষিক অগ্নি শক্তি প্রদর্শনের দিন যা 'তপচি' নামে খ্যাত। বর্তমানে এটি ৫৭ ফিল্ড রেজিমেন্ট-এর অংশ। বর্তমানে ভারতীয় সেনাবাহিনির আর্টিলারি বিভাগের হাতে ব্যালিস্টিক মিসাইল, মাল্টি ব্যারেল রকেট, উচ্চ গতিশীল বন্দুক, মর্টার, গাইডেড অ্যামুনেশন, ইউএভি-র মতো সামরিক সরঞ্জাম রয়েছে। যে কোনও যুদ্ধ জয়ের ক্ষেত্রেই এই আর্টিলারি বিভাগ বড় ভূমিকা নেয়।