দাপাচ্ছে ট্যাঙ্ক, চলছে রকেট লঞ্চার, পাকিস্তানের নাকের ডগাতেই ভারতের যুদ্ধ-মহড়া

গত ১৬ নভেম্বর থেকে রাজস্থানের বারমেরে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস 'সিন্ধু সুদর্শন' মহড়া শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০০ জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। ভারতীয়

/ Updated: Nov 19 2019, 02:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত ১৬ নভেম্বর থেকে রাজস্থানের বারমেরে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস 'সিন্ধু সুদর্শন' মহড়া শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০০ জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সাদার্ন আর্মির সুদর্শন চক্র কর্পস মরুভূমি ও অনুন্নত অঞ্চলে তীব্র ও ব্যাপক হামলা চালানোর জন্য দক্ষতা অর্জনের লক্ষ্যে রাজস্থানের উন্মুক্ত মরুভূমিতে এই মহড়া দিচ্ছে। ৪০০০০ জওয়ানের পাশাপাশি এই মহড়ায় ব্যবহার করা হচ্ছে ৭০০টির বেশি সামরিক যানবাহন এবং ৩০০-র বেশি বন্দুক। যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তথ্য ও প্রযুক্তির সমন্বয়, পরিস্থিতি সচেতনতা ইত্যাদি কতটা থাকছে, সেই বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে এই মহড়ায়।