দাপাচ্ছে ট্যাঙ্ক, চলছে রকেট লঞ্চার, পাকিস্তানের নাকের ডগাতেই ভারতের যুদ্ধ-মহড়া
গত ১৬ নভেম্বর থেকে রাজস্থানের বারমেরে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস 'সিন্ধু সুদর্শন' মহড়া শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০০ জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। ভারতীয়
গত ১৬ নভেম্বর থেকে রাজস্থানের বারমেরে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস 'সিন্ধু সুদর্শন' মহড়া শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০০ জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সাদার্ন আর্মির সুদর্শন চক্র কর্পস মরুভূমি ও অনুন্নত অঞ্চলে তীব্র ও ব্যাপক হামলা চালানোর জন্য দক্ষতা অর্জনের লক্ষ্যে রাজস্থানের উন্মুক্ত মরুভূমিতে এই মহড়া দিচ্ছে। ৪০০০০ জওয়ানের পাশাপাশি এই মহড়ায় ব্যবহার করা হচ্ছে ৭০০টির বেশি সামরিক যানবাহন এবং ৩০০-র বেশি বন্দুক। যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তথ্য ও প্রযুক্তির সমন্বয়, পরিস্থিতি সচেতনতা ইত্যাদি কতটা থাকছে, সেই বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে এই মহড়ায়।