পানাজিতে দেশের উপকূলরক্ষি বাহিনীর অনুশীলন, আপনিও দেখুন সেই ভিডিও


ভারতের জল সীমানার পাহাড়ায় নিয়োজিত উপকূলরক্ষি বাহিনী। তাঁদেরই বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হল গোয়ারা রাজধানী পানাজিতে।  যার আনুষ্ঠানিক নাম ছিল 'ওয়ার্কশপ অ্যান্ড এক্সাসাইজ-২০১৯'। উদ্দেশ্য ছিল সাগরে  উদ্ধারকাজের বিষয়ে নিজেদের গতিশীলতা যাচাই করে নেওয়া। পাশাপাশি প্রস্তুতির বিষয়টিতেও নজর রাখা। এই অনুশীলনে অংশ নেয় ৫টি আইসিজি জাহাজ, এয়ারক্রাফট এবং ২টো চেতক হেলিকপ্টার। এই মহড়ার ভিডিওটি উপকূল রক্ষি বাহিনীর তরফে প্রকাশ করা হয়। 
 

/ Updated: Nov 08 2019, 12:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ভারতের জল সীমানার পাহাড়ায় নিয়োজিত উপকূলরক্ষি বাহিনী। তাঁদেরই বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হল গোয়ারা রাজধানী পানাজিতে।  যার আনুষ্ঠানিক নাম ছিল 'ওয়ার্কশপ অ্যান্ড এক্সাসাইজ-২০১৯'। উদ্দেশ্য ছিল সাগরে  উদ্ধারকাজের বিষয়ে নিজেদের গতিশীলতা যাচাই করে নেওয়া। পাশাপাশি প্রস্তুতির বিষয়টিতেও নজর রাখা। এই অনুশীলনে অংশ নেয় ৫টি আইসিজি জাহাজ, এয়ারক্রাফট এবং ২টো চেতক হেলিকপ্টার। এই মহড়ার ভিডিওটি উপকূল রক্ষি বাহিনীর তরফে প্রকাশ করা হয়।