কনকনে ঠান্ডায় এক হাঁটু বরফে দাঁড়িয়েও দেশকে সম্মান ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের

  • কনকনে ঠান্ডায় চারপাশ বরফে ঘেরা
  • ১৭ হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা -২৫ ডিগ্রি
  • সেখানেই দেখা গেল ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশকে
  • হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাঁরা
  • সেখানেই পালন হচ্ছে প্রজাতন্ত্র দিবস
/ Updated: Jan 26 2021, 09:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৭ হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা -২৫ ডিগ্রি। কনকনে ঠান্ডায় চারপাশ বরফে ঘেরা। সেখানেই দেখা গেল ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশকে। হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাঁরা। সেখানেই পালন হচ্ছে প্রজাতন্ত্র দিবস। সেখানকার সেই বীর সৈনিকদের হাতে তেরঙা পতাকা। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় ভিডিও। কতটা কষ্টের মধ্যে তাদের সেখানে দিন কাটাতে হয় সেই ছবিও উঠে আসে এই ভিডিওর হাত ধরে। তাঁদের এই অক্লান্ত পরিশ্রমই শান্তির ঘুম এনে দেয় আমাদের চোখে, তা আবারও উঠে আসে এই ভিডিওর হাত ধরেই।