চন্দ্রভাগার তীরে স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, কোনারকে মেতেছে বার্ষিক উৎসবে

শীতের হালকা আমেজ আসতেই ওড়িশা জুড়ে এখন উৎসবের মেজাজ। কোনারকে শুরু হয়েছে বার্ষিক উৎসব। এবার তিরিশ বছরে পা দিল কোনারক ফেস্টিভ্যাল। বিখ্যাত সূর্যমন্দিরকে পটভূমিতে রেখে তৈরি হয়েছে মঞ্চ। প্রতিদিন  নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বাড়িয়ে দিয়েছে উৎসবের আকর্ষণ। 

/ Updated: Dec 04 2019, 12:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীতের হালকা আমেজ আসতেই ওড়িশা জুড়ে এখন উৎসবের মেজাজ। কোনারকে শুরু হয়েছে বার্ষিক উৎসব। এবার তিরিশ বছরে পা দিল কোনারক ফেস্টিভ্যাল। বিখ্যাত সূর্যমন্দিরকে পটভূমিতে রেখে তৈরি হয়েছে মঞ্চ। প্রতিদিন  নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বাড়িয়ে দিয়েছে উৎসবের আকর্ষণ। 

অন্যদিকে চন্দ্রভাগা সৈকতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। ১২৩ জন শিল্পী অংশ নিয়েছেন এই স্যান্ড আর্ট ফেস্টিভ্যালে। ভারত ছাড়াও আমেরিক, আয়ারল্যান্ড, ডেনমার্ক, রাশিয়া, টোগো এবং শ্রীলঙ্কা থেকে এসেছেন শিল্পীরা। বালি দিয়ে তাঁদের তৈরি শিল্পকর্ম তাক লাগিয়ে দিয়েছে সকলকে।