রাম মন্দির নির্মাণে কোনও লোহাই ব্যবহার করা হচ্ছে না- এক্সক্লুসিভ রিপোর্ট

রাম জন্মভূমি বিতর্ক এখন এক ইতিহাস। আর এই ইতিহাসের হাত ধরে এখন যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হল রাম মন্দির। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করতেই রাম মন্দির তৈরির বিষয়টি পাকা হয়ে গিয়েছিল।
 

/ Updated: May 01 2022, 07:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাম মন্দির নির্মাণে কোনও লোহাই ব্যবহার করা হচ্ছে না। কারণ? এশিয়ানেট নিউজের রাজেশ কালরার এই প্রশ্নের উত্তরে রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রাচীনকালের যে সব মন্দির তার স্থাপত্যশৈলীতে আজও বিশ্বের কাছে বিস্ময় তৈরি করেছে এবং এখনও দাঁড়িয়ে রয়েছে, সেই সময় এই সব মন্দির তৈরিতে কোনও লোহাই ব্যবহৃত হয়নি। নৃপেন্দ্র মিশ্র-র কথায়, প্রাচীনকালে লোহার ব্যবহার না থাকার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা খুবই চিন্তা-ভাবনা করেছেন। লোহা ব্যবহার না করলে স্থাপত্যেশৈলীতে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যাতে মন্দিরের মতো বিষয়কে আরও সুন্দর এবং মজবুতি দেওয়া যায়। বর্তমান সময়ে তৈরি লোহা যে শতকের পর শতক চলতে পারে এমন উদাহরণ খুব একটা নেই। তাই দেশের ৫টি সেরা আইআইটি যারা এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত তাদের বিশেষজ্ঞরা সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্তে এসেছিলেন যে রাম মন্দিরে কোনও ধরনের লোহা ব্যবহার করা হবে না। বরং একে একটা কমপ্যাক্টেড কনক্রিট স্টাকচার বা সিসিআর-এর উপরে তৈরি করা হবে। এই সিসিআর-এর উপরে এমনভাবে পাথরের স্তুপ তৈরি করা হবে যা দিয়ে তৈরি হবে মন্দিরের গাত্র থেকে সমস্তকিছু।