কাদায় ঢেকে যাওয়া সুড়ঙ্গে মিলল প্রাণের স্পন্দন, উত্তরাখন্ডে দুঃসাহসিক অভিযানে প্রাণের ঝুঁকি নিল আইটিবিপি

  • ৭ ফেব্রুয়ারি উত্তরাখন্ডে হিমবাহে ধস
  • সেখানেই হিমবাহ ধসের কবলে পড়ে অসংখ্য মানুষ
  • উদ্ধারকার্য শুরু করে ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ
  • ১২ জনকে উদ্ধার করা হয় সেখানে

/ Updated: Feb 09 2021, 12:49 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৭ ফেব্রুয়ারি জোশীমঠে হিমবাহে ধস। সেখানেই হিমবাহ ধসের কবলে পড়ে অসংখ্য মানুষ। সেখানে উদ্ধারকার্য শুরু করে ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ। কাদায় ঢেকে যাওয়া সুড়ঙ্গে মিলল প্রাণের স্পন্দন। দুঃসাহসিক অভিযানে প্রাণের ঝুঁকি নিল আইটিবিপি। নিজেদের বিপন্ন করে কাদায় ঢাকা টানেলে প্রবেশ। বের করে আনা হল জীবন্ত এক কর্মীকে। তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন তিনি। হিমবাহের ধসে আসা হড়পা বানে আটকে ছিলেন তিনি। উদ্ধারের সেই দুঃসাহসিক ছবি এল প্রকাশ্যে। সেখান থেকে মোট ১২ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ৩জন অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়। পুনর্জীবন পাওয়ার আনন্দে উচ্ছসিত তারা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল সেই ছবি।