২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি পাগড়ি. দেখুন ভিডিও

যেকোন অনুষ্ঠানে পাগড়ি পরা  রাজপুতদের ঐতিহ্য। আগে সোনা, রুপো দিয়ে কারুকাজ করা থাকত সেই পাগড়িতে। তবে সময় পাল্টেছে, রাজ রাজারদের অলঙ্কারে শোভিত পাগড়ি আজ ইতিহাস। আর সেই ইতিহাসকেই ফিরিয়ে আনলেন জয়পুরের এক কারিগর। গত ৪ বছর ধরে ২৪ ক্যারটে সোনা দিয়ে একটি পাগড়ি বানিয়েছেন তিনি। ৯ মিটার লম্বা ৫৩০ গ্রামের এই পাগড়ির দাম প্রায় ২২ লক্ষ টাকা। ইতিমধ্যে পাগড়িটি কিনেও নিয়েছেন রাজস্থানের এক শিল্পপতি। প্রায় ৮০ বছর পর এমন অলঙ্কার খচিত পাগড়ি তৈরি হল রাজস্থানে।
 

/ Updated: Oct 14 2019, 12:47 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যেকোন অনুষ্ঠানে পাগড়ি পরা  রাজপুতদের ঐতিহ্য। আগে সোনা, রুপো দিয়ে কারুকাজ করা থাকত সেই পাগড়িতে। তবে সময় পাল্টেছে, রাজ রাজারদের অলঙ্কারে শোভিত পাগড়ি আজ ইতিহাস। আর সেই ইতিহাসকেই ফিরিয়ে আনলেন জয়পুরের এক কারিগর। গত ৪ বছর ধরে ২৪ ক্যারটে সোনা দিয়ে একটি পাগড়ি বানিয়েছেন তিনি। ৯ মিটার লম্বা ৫৩০ গ্রামের এই পাগড়ির দাম প্রায় ২২ লক্ষ টাকা। ইতিমধ্যে পাগড়িটি কিনেও নিয়েছেন রাজস্থানের এক শিল্পপতি। প্রায় ৮০ বছর পর এমন অলঙ্কার খচিত পাগড়ি তৈরি হল রাজস্থানে।