ফের উত্তাল জেএনইউ, ফি বৃদ্ধির প্রতিবাদে এবার রাজধানীর রাজপথে পড়ুয়ারা

ফের একবার উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লির জওহরলাল নেহেরপ বিশ্ববিদ্যালয়ের চত্বর। ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তা. নেমে বিক্ষোভ দেখালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ এক ধাক্কায় প্রায়  ৪০ শতাংশ ফি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। গত ১৫ দিন ধরে এর প্রতিবাদে জেএনইউ-এর ভেতরেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তিন্তু তাতে লাভ না হওয়ায় বাধ্য হয়েই সোমবার সকালে রাজধানীর রাজপথে নেমে পড়েন তারা। এই বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ ব্যারিকেড করে বিক্ষুব্ধদের আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে জলকামানও ব্যবহার করতে হয় পুলিশকে। এদিন পুলিশষের সঙ্গে পড়ুয়ারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

/ Updated: Nov 11 2019, 03:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের একবার উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লির জওহরলাল নেহেরপ বিশ্ববিদ্যালয়ের চত্বর। ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তা. নেমে বিক্ষোভ দেখালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ এক ধাক্কায় প্রায়  ৪০ শতাংশ ফি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। গত ১৫ দিন ধরে এর প্রতিবাদে জেএনইউ-এর ভেতরেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তিন্তু তাতে লাভ না হওয়ায় বাধ্য হয়েই সোমবার সকালে রাজধানীর রাজপথে নেমে পড়েন তারা। এই বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ ব্যারিকেড করে বিক্ষুব্ধদের আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে জলকামানও ব্যবহার করতে হয় পুলিশকে। এদিন পুলিশষের সঙ্গে পড়ুয়ারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

পড়ুয়াদের অভিযোগ জেএনইউৃতে সাধারণত মধ্যবিত্ত পিরবারের সন্তানরাই পড়তে আসে। তাঁদের পক্ষে এই বিপুল পরিমাণ ফি দেওয়া সম্ভব নয়। সেকরাণেই কর্তৃপক্ষকে বার বার ফি কমানোর কথা বলা হয়েছে। কিন্তু এই সমস্যার কোনও সমাধানি করছে না কর্তৃপক্ষ।