মায়া নগরীতে অস্তমিত পদ্মিনী, দেখুন ভিডিও


মুম্বইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কালো-হলুদ পদ্মিনী ট্যাক্সি। বহু বলিউডি ছবিতেও মুম্বইকে তুলে ধরা হয়েছে এই ফিয়েট গাড়ি দিয়ে। সেই আইকনিক ট্যাক্সি এবার নিজেই ইতিহাস হতে চলেছে। ২০২০ সালের জুন মাসের পর আর মায়া নগরীর রাস্তায় দেখা যাবে না হলুদ-কালো পদ্মিনীকে। যাত্রাটা শুরু হয়েছিল ১৯৬০ সালে। এক সময়ের মুম্বইয়ের লাইফ লাইন আজ আধুনিক যুগের প্রযুক্তির কাছে পরাজিত। ক্রমেই কমছিল মহানগরীর রাস্তায় হলুদ-কালো এই ট্যাক্সির সংখ্যা। বর্তমানে সংখ্যাটা নেমে গিয়েছিল ৬০-এ। ১৯৯০ সালের পর আর তৈরি হয়নি এই গাড়ি। এবার মিউজিয়ামে স্থান হতে চলেছে দেশের বাণিজ্য নগরীর একদা লাইফ লাইন থাকা পদ্মিনী ট্যাক্সির। 
 

/ Updated: Oct 12 2019, 01:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


মুম্বইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কালো-হলুদ পদ্মিনী ট্যাক্সি। বহু বলিউডি ছবিতেও মুম্বইকে তুলে ধরা হয়েছে এই ফিয়েট গাড়ি দিয়ে। সেই আইকনিক ট্যাক্সি এবার নিজেই ইতিহাস হতে চলেছে। ২০২০ সালের জুন মাসের পর আর মায়া নগরীর রাস্তায় দেখা যাবে না হলুদ-কালো পদ্মিনীকে। যাত্রাটা শুরু হয়েছিল ১৯৬০ সালে। এক সময়ের মুম্বইয়ের লাইফ লাইন আজ আধুনিক যুগের প্রযুক্তির কাছে পরাজিত। ক্রমেই কমছিল মহানগরীর রাস্তায় হলুদ-কালো এই ট্যাক্সির সংখ্যা। বর্তমানে সংখ্যাটা নেমে গিয়েছিল ৬০-এ। ১৯৯০ সালের পর আর তৈরি হয়নি এই গাড়ি। এবার মিউজিয়ামে স্থান হতে চলেছে দেশের বাণিজ্য নগরীর একদা লাইফ লাইন থাকা পদ্মিনী ট্যাক্সির।