মহার প্রভাবে তুষারপাত কেদার-বদ্রিতেও, বরফের চাদরে দেবভূমি

হিমাচল প্রদেশ জুড়ে চলছে তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে কুলু, লাহুল-স্পিতি, রোটাং পাস। তুষারপাত শুরু হয়েছে উত্তরখণ্ডেও।  সারা বরফের চাদরে ঢেকে গিয়েছে  কেদারনাথ মন্দির। ঝিরে ঝিরে বরফের বৃষ্টির মাঝে মন্দিরের শোভা যেন আরও বেড়েছে। যদিও শীতের মরশুম এসে যাওয়ায় এখন বন্ধ রয়েছে হিন্দুদের এই পবিত্র ধর্মস্থান। বর্তমানে উখিমঠের ওমকারেশ্বরে চলছে শিবপুজো। কেদারের মত সাদা বরফে ঢেকে গিয়েছে বদ্রিনাথ মন্দিরও। আর এই বরফের কারণে এলাকায় যোগযোগ ব্যবস্থা সমস্যায় পড়েছে। বহু জায়গাতেই গাড়ি চলাচল বন্ধ রাখতে হয়েছে। 
 

/ Updated: Nov 08 2019, 03:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিমাচল প্রদেশ জুড়ে চলছে তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে কুলু, লাহুল-স্পিতি, রোটাং পাস। তুষারপাত শুরু হয়েছে উত্তরখণ্ডেও।  সারা বরফের চাদরে ঢেকে গিয়েছে  কেদারনাথ মন্দির। ঝিরে ঝিরে বরফের বৃষ্টির মাঝে মন্দিরের শোভা যেন আরও বেড়েছে। যদিও শীতের মরশুম এসে যাওয়ায় এখন বন্ধ রয়েছে হিন্দুদের এই পবিত্র ধর্মস্থান। বর্তমানে উখিমঠের ওমকারেশ্বরে চলছে শিবপুজো। কেদারের মত সাদা বরফে ঢেকে গিয়েছে বদ্রিনাথ মন্দিরও। আর এই বরফের কারণে এলাকায় যোগযোগ ব্যবস্থা সমস্যায় পড়েছে। বহু জায়গাতেই গাড়ি চলাচল বন্ধ রাখতে হয়েছে।