কেটে গেল দেড় বছরের বেশি, এখনও আইনি বৈধতা পেল না উষা-সোনু'র বিয়ে

২০১৮ সালের জুলাই মাসে কেরলের জনপ্রিয় গুরুবায়ুরাপ্পান মন্দিরে আঙটি বদল করে বিয়ে করেছিলেন নিকেশ উষা পুষ্করান এবং সোনু এমএস। দুজনের পরিবারেরও সম্পূর্ণ মত ছিল এই বিয়েতে। কিন্তু, তারপর থেকে দেড় বছরের বেশি কেটে গেলেও তাঁদের বিবাহ এখনও আইনি বৈধতা পায়নি। বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে চান তাঁরা। কিন্তু, সমস্যা হল তাঁরা সমকামী। এই অবস্থায় দারুণ বড় এক পদক্ষেপ নিলেন তাঁরা।

 

/ Updated: Jan 28 2020, 10:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০১৮ সালের জুলাই মাসে কেরলের জনপ্রিয় গুরুবায়ুরাপ্পান মন্দিরে আঙটি বদল করে বিয়ে করেছিলেন নিকেশ উষা পুষ্করান এবং সোনু এমএস। দুজনের পরিবারেরও সম্পূর্ণ মত ছিল এই বিয়েতে। কিন্তু, তারপর থেকে দেড় বছরের বেশি কেটে গেলেও তাঁদের বিবাহ এখনও আইনি বৈধতা পায়নি। বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে চান তাঁরা। কিন্তু, সমস্যা হল তাঁরা সমকামী। এই অবস্থায় দারুণ বড় এক পদক্ষেপ নিলেন তাঁরা।