ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের পাইলট, পাশে কেরল সরকার

দেশের প্রথম ট্রান্সজেন্ডার পাইলট অ্যাদম হেরির পাশে দাঁড়াল কেরল সরকার। । ২০ বছরের হ্যারির ৩ বছরের পাইলট হওয়ার কোর্স ফি দেবে কেরল সরকার। তিরুঅন্তপুরমে রাজীব গান্ধী একাদেমিতে ট্রেনিংয়ের জন্য মোট ব্যয় হবে ২৩ লক্ষ টাকা। এখনও পর্যন্ত বেসরকারি পাইলটের লাইসেন্স রয়েছে হ্যারির। কিন্তু সন্তান তৃতীয় লিঙ্গের জানতে পেরে তার উপর অত্যাচার শুরু করে পরিবার। পরিবার থেকে বিতাড়িত হতে হয় হ্যারিকে। কেরল সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি হ্যারি। তিনিই হতে চলেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার পাইলট। 

/ Updated: Oct 14 2019, 06:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশের প্রথম ট্রান্সজেন্ডার পাইলট অ্যাদম হেরির পাশে দাঁড়াল কেরল সরকার। । ২০ বছরের হ্যারির ৩ বছরের পাইলট হওয়ার কোর্স ফি দেবে কেরল সরকার। তিরুঅন্তপুরমে রাজীব গান্ধী একাদেমিতে ট্রেনিংয়ের জন্য মোট ব্যয় হবে ২৩ লক্ষ টাকা। এখনও পর্যন্ত বেসরকারি পাইলটের লাইসেন্স রয়েছে হ্যারির। কিন্তু সন্তান তৃতীয় লিঙ্গের জানতে পেরে তার উপর অত্যাচার শুরু করে পরিবার। পরিবার থেকে বিতাড়িত হতে হয় হ্যারিকে। কেরল সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি হ্যারি। তিনিই হতে চলেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার পাইলট।