বঙ্গে শীত কমলেও বরফের চাদরে ঢাকল লাচুং

পাহাড়ে ফের তুষারপাত। বরফের চাদরে ঢাকল লাচুং। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। অবিরত তুষারপাতে বরফে ঢেকেছে সারা শহর। বরফে ঢেকেছে সেখানকার রাস্তা, বন্ধ যান চলাচল। 
 

/ Updated: Feb 20 2022, 08:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বঙ্গে তাপমাত্রা বেড়েছে অনেকটাই। তবে রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রবল তুষারপাতে ঢাকল পাহাড়। সিকিমের লাচুং ঢাকল বরফে। প্রবল তুষরপাতে বরফের চাদরে ঢাকল লাচুং। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। অবিরত তুষারপাতে বরফে ঢেকেছে সারা শহর। বরফে ঢেকেছে সেখানকার রাস্তা, যার জেরে সেখানে বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার থেকেই সেখানে তুষারপাত শুরু হয়। রবিবারেও সেখানে দেখা বরফে ঢাকা রয়েছে পাহাড়ি গাছ থেকে শুরু করে রাস্তা এমনকি সেখানকার বাড়িও ঢেকেছে বরফে। প্রসঙ্গত। চলতি বছরে অন্যবারের তুলনায় একটু বেশি তুষারপাত হচ্ছে উত্তরবঙ্গে। শীতের শুরুতেও দার্জিলিংয়ে দেখা গিয়েছে প্রবল তুষারপাত। ঘুম থেকে শুরু করে কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় সেই সময় তুষারপাত হয়। পাহাড়ে দেখতে এবার সেখানে অনেকেই ভিড় জমিয়েছিলেন। সেই সময় সিকিমেও তুষারপাত হয়। শীতের শেষে ফের তুষারপাত সিকিমে। সেখানকার রাস্তা ফের ঢাকল বরফে।