প্যাংগং লেক সংলগ্ন এলাকার স্বচ্ছ্বতা বজায় রাখতে বিশেষ বার্তা লাদাখ টুরিস্ট পুলিশের

প্রতি বছর বহু সংখ্যক মানুষ লাদাখে ঘুরতে যান। এই লাদাখেই রয়েছে বিশ্বের অন্যতম পরিষ্কার লেক প্যাংগং লেক। সেখানকার স্বচ্ছ জল নজরকাড়ে পর্যটকদের। এই প্যাংগং লেক সংলগ্ন এলাকা পরিষ্কার রাখার বার্তা। ভিডিও বার্তা দিলেন লাদাখ টুরিস্ট পুলিশের এক আধিকারিক। প্লাস্টিকজাত দ্রব্য সেখানে না ফেলার আর্জি জানালেন তিনি। পাশাপাশি তিনি এও জানান অনেকেই সেখানে গিয়ে প্লাস্টিকজাত দ্রব্য ফেলে ওই জায়গা দূষিত করেন। তাই লাদাখের স্বচ্ছ্বতা বজায় রাখতে এই বিশেষ বার্তা তিনি দেন। 

/ Updated: Oct 25 2021, 06:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি বছর বহু সংখ্যক মানুষ লাদাখে ঘুরতে যান। এই লাদাখেই রয়েছে বিশ্বের অন্যতম পরিষ্কার লেক প্যাংগং লেক। সেখানকার স্বচ্ছ জল নজরকাড়ে পর্যটকদের। এই প্যাংগং লেক সংলগ্ন এলাকা পরিষ্কার রাখার বার্তা। ভিডিও বার্তা দিলেন লাদাখ টুরিস্ট পুলিশের এক আধিকারিক। প্লাস্টিকজাত দ্রব্য সেখানে না ফেলার আর্জি জানালেন তিনি। পাশাপাশি তিনি এও জানান অনেকেই সেখানে গিয়ে প্লাস্টিকজাত দ্রব্য ফেলে ওই জায়গা দূষিত করেন। তাই লাদাখের স্বচ্ছ্বতা বজায় রাখতে এই বিশেষ বার্তা তিনি দেন।