দীপাবলিতে গোমাতার পায়ে পিষ্ট হওয়াই এখানকার রীতি, দেখুন ভিডিও

স্পেনের ষাঁড়ের দৌড়ের কথা  তো আমরা সকলেই জানি। কিন্তু আমাদের দেশেই হয় গরুর দৌড় সেকথা কজনের জানা। অবাক হলেও এমন রীতির প্রচলন রয়েছে মধ্যপ্রদেশে। 

/ Updated: Nov 01 2019, 03:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্পেনের ষাঁড়ের দৌড়ের কথা  তো আমরা সকলেই জানি। কিন্তু আমাদের দেশেই হয় গরুর দৌড় সেকথা কজনের জানা। অবাক হলেও এমন রীতির প্রচলন রয়েছে মধ্যপ্রদেশে। এখানকার বদনগর তহসিলের উজ্জয়িনীতে ভাগ্য ফেরাতে দীপাবলির দিন করা হয় গোমাতার পুজো। পরে সেইসব গোমাতাদের দৌড়ানোর জন্য ছেড়ে দেওয়া হয় রাস্তায়। আর পূর্ণ্যার্থীরা সৌভাগ্যের জন্য গরুর পায়ে পিষ্ট হতে শুয়ে থাকেন রাস্তায়। স্থানীয়দের বিশ্বাস এভাবেই ফিরে আসে তাঁদের সৌভাগ্য। এই রীতি ঘিরে নাচ, গানেও মাতেন গ্রামবাসীরা।