মহারাষ্ট্রে আধিপত্য কোটিপতি দাগী মন্ত্রীদের, সমীক্ষায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

মহারাষ্ট্রে নতুন মন্ত্রিপরিষদের ২৭ জন সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, নির্বাচনের জন্য তাঁদের জমা দেওয়া মনোনয়নের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 

/ Updated: Jan 04 2020, 12:28 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহারাষ্ট্রে নতুন মন্ত্রিপরিষদের ২৭ জন সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, নির্বাচনের জন্য তাঁদের জমা দেওয়া মনোনয়নের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 

পরিষদ গঠিত হয়েছে ৪৩ জন মন্ত্রীকে নিয়ে, তাদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। মুখ্যমন্ত্রী ছাড়া সকলের হলফনামা থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এখনও নির্বাচনে না লড়ায় তাঁর সম্পর্কে এবিষয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। 

অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস কর্তৃক সংগঠিত এই বিশ্লেষণে শিবসেনা-এনসিপি ও কংগ্রেসের জোট সরকারের ৪২ জন মন্ত্রীরই তথ্য যাচাই করা হয়েছে। এঁদের মধ্যে ৪১ জনই কোটিপতি, তাদের স্বঘোষিত সম্পদের মূল্য গড়ে প্রায় ২২ কোটি টাকা। রাজ্যের মন্ত্রীদের নিয়ে এই ধরণের বিশ্লেষণ প্রথম বার করা হল। 

কংগ্রেসের বিশ্বজিৎ কদমের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি, যার মূল্য প্রায় ২১৭ কোটি টাকা। তাঁর ঋণের পরিমাণও সবচেয়ে বেশি, ১২১ কোটি টাকা।