চীনকে কোণঠাসা করার নয়া কৌশল ভারতের, বঙ্গপসাগরে চলছে মালাবার নৌ-মহড়া, দেখে নিন ভিডিও
- বঙ্গপসাগরে চলছে মালাবার নৌ-মহড়া
- চার দিন ধরে চলবে এই নৌ মহরা
- যা শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে
- এক নজরে দেখে নিন নৌ-মহড়ার ভিডিও
মঙ্গলবার থেকে শুরু হয়েছে মালাবার নৌ-মহড়া। বঙ্গপসাগরে চলছে এই মহড়া। এক দিকে চীনের কারণে উত্তপ্ত লাদাখ। অন্যদিকে শুরু হয়ে গেল এই নৌ-মহড়া। এ যেন চীন -কে কোণঠাসা করার এক নয়া পরিকল্পনা। এই মহড়ায় অংশগ্রহণ করেছে ভারত, জাপান, আমেরিকা ও অষ্ট্রেলিয়া। মোট চারটি দেশ অংশগ্রহণ করেছে এতে। এই চার দেশ নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ নামে পরিচিত। চার দিন ধরে চলবে এই মহড়া। ভারতীয় নৌ-সেনার এ এক নয়া পদক্ষেপ বলাই যায়। যা ভারতীয় সেনা বাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এই মহড়ার মধ্যে দিয়ে চীনকে কড়া বার্তা দিতে চাইছে ভারত, এমনটাই মনে করছেন কূটনীতিবিদরা।