ভিড় জমিয়েছে পরিযায়ীদের দল, কানপুর চিড়িয়াখান জুড়ে এখন শুধুই কিচির-মিচির

শীত পড়তেই  অতিথি আসা শুরু হয়ে গিয়েছে এদেশে। সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিদের দল দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছচ্ছে এদেশের বড়বড় জলাশয়গুলিতে। উত্তরপ্রদেশের কানপুর চিড়িয়খানার পাখিরালয়টি ভরে উঠেছে পরিযায়ীদের কলকাকলিতে। পুরো শিতের মরশুম এখানেই আস্তানা গাড়বে এই পরিযায়ীদের দল। সাইবেরিয়া ও মধ্য এশিয়া থেকে আসা এই পরিযায়ী পাখিদের দেখতে প্রতিবছর প্রচুর উৎসাহী মানুষের আগমন হয় কানপুর চিড়িয়াখানার এই পাখিরালয়ে। 

/ Updated: Nov 27 2019, 01:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীত পড়তেই  অতিথি আসা শুরু হয়ে গিয়েছে এদেশে। সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিদের দল দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছচ্ছে এদেশের বড়বড় জলাশয়গুলিতে। উত্তরপ্রদেশের কানপুর চিড়িয়খানার পাখিরালয়টি ভরে উঠেছে পরিযায়ীদের কলকাকলিতে। পুরো শিতের মরশুম এখানেই আস্তানা গাড়বে এই পরিযায়ীদের দল। সাইবেরিয়া ও মধ্য এশিয়া থেকে আসা এই পরিযায়ী পাখিদের দেখতে প্রতিবছর প্রচুর উৎসাহী মানুষের আগমন হয় কানপুর চিড়িয়াখানার এই পাখিরালয়ে।